ছোট্ট একখণ্ড জমিন,
যেখানে আজ তুমি চাষাবাদ করলে
প্রেমের বীজ,
এখন তো ধীরে ধীরে অংকুর জন্মাবে।
পানির প্রয়োজন এখন যে ভীষণ খরা,
তোমার একটু বেশি যত্নবান হতে হবে।
তুমি কি পারবে সোনা ঝরা ফসল ঘরে তুলতে? আমি ভয়ে আছি খুব ভয়ে, জানিনা কী হয়,
খরায় যে জমিন চৌচির, সে জমিনে কী সত্যি ফসল ফলবে?
নাকি শুরুতেই শেষ হবে সব টা। তুমি কি পারবেনা নিজ যত্ন দিয়ে আপন হাতে জমিনের পরিচর্যা করতে? জানো আমি তোমার উপরে কেন এত নির্ভরশীল?
তোমার মত করে কেউতো এ-পথে আসেনি।
তাই কারো উপরেই আস্থা ছিলনা। শুধু তুমি হ্যাঁ তুমি, তুমিই ছিলে যার একমাত্র অধিকারী, সেইতো এলে তবে অনেক দেরিতে।
আজ বহুদিন পরে মনে হল যেন অঝোর বর্ষণ হয়ে গেছে। ভিজেছে ধূলোমাখা পথঘাট,
চৌচির হয়ে যাওয়া সেই শুকনো মাঠ।
ভিজেছি আমিও সেই বর্ষণে, ধুয়ে গেছে হৃদয়ের কার্নিশের জমে থাকা ধূলোবালি।
তাইত আজ আশার দ্বীপ জ্বেলেছি মনে,
হয়ত তুমিই পারবে, আমার সেই স্বপ্নের ফসল ঘরে তুলতে। আমার দৃষ্টি অপলক তোমার দিকে, এখন তো শুধু তোমার সম্মতির অপেক্ষায় আছি।
ভরবে কী ফসলে ফসলে সেই মাঠ,
যে মাঠে আজ তুমি চাষাবাদ করে গেলে।
১৫/২/২০১৮ সময় রাত ১:০০