আমি তাজমহল চাই না
চাই না কোন অমুল্য রতন,,
আমি চাই একটু যায়গা
ছোট্ট একটু যায়গা,,
যেখানে আমার অগোছালো
কথাগুলো,,
কথার মালা হয়ে যাবে।
তুমি কি নেবে আমায়
তোমার ভুবনে,,
তুমি কি হবে সাথি
একা চলার পথে,,
তুমি কি হবে সেই জন
যে আধঁারে হাত ধরে বলবে
ভয় পেও না,, আমি আছি।