অজস্র কথার মাঝে হারিয়ে যায়,
হৃদয়ের কথা চক্ষু ছলছল।
অন্তর কাঁপে,তবু,
টুপ করে পড়েনা জল।
না বলা কথা,
শ্বাসরুদ্ধ করে রাখে।
তবু পিপাসিত মন,
আনমনে তারেই শুধু ডাকে।
বুঝি না হায়, কি করি উপায়,
কেন হৃদয়ের ভাঙ্গে পাড়?
ভেঙ্গে চৌচির অশান্ত মন,
খুঁজি হারানো কূল তার।
৭/৪/২০১৮ সময় রাত ৯:৪০