বৃষ্টি এলে'ই কিছু মানুষ
রোমাঞ্চকর হয়ে ওঠে,
বৃষ্টি এলে'ই কেউ কেউ
চোখের জল লুকাতে ছোটে।
বৃষ্টি এলে'ই কারো কারো
শূন্যতারা ভিড় করে,
বৃষ্টি এলে'ই কবি মন
শব্দ নিয়ে খেলা করে।
বৃষ্টি এলে'ই টিনের চালে
টাপুরটুপুর ছন্দ বাজে,
বৃষ্টি এলে'ই অন্যরকম হই আমি
মন বসেনা, কোনো কাজে।
৩০/৪/২০১৮ সময় ১:১৮