নারী তুমি কোথায় যাবে?
পশুর ছোবল খুবলে খাবে!
নারী তোমার রেহাই নাই,
ঘরের ভেতর বসত চাই।
ঘর ছেড়ে আজ বাইরে কেন?
শকুনের কি মুখটি চেনো!
দেখলে পরে ছোবল দেবে,
মাংসপেশি ছিঁড়ে নেবে।
লুকাও তুমি ঘরের কোণে
কেউ না যেন, তোমায় শুনে।
স্বাধীন সবাই পুরুষ জাতি,
তোমার কোনো নাই যে গতি।
পান থেকে চুন খসলে পরে,
তোমার যে হবে পাপ!
নারী তুমি সভ্য সমাজের,
আজন্ম অভিশাপ।
১১/১/২০১৮ সময় রাত ৩:০৫