পড়তে গেলে ভালোই পারি
লিখতে গেলে না,
এ কেমন হাদারাম
নিজেই জানিনা।
বাংলা লিখতে বা ং লা,বাংলা
বাঙ্গালী লিখতে ঙ অার গ
তাল গোল সব পাঁকিয়ে ফেলি
কিছুই বুঝিনা।
বোকার রাজ্যে বসত আমার
নিজেই বোকার রাণী,
কোন কথাতে কেমন বানান
হিসাব নাহি জানি।
ভুল যে করি অগনিত
শুদ্ধ ভাষা লিখিতে,
ইচ্ছে করে যাই যে আবার
পাঠশালাতে শিখিতে।
দেখলে লোকে বলবে কি
পড়েছি যে লজ্জায়,
এই বয়সে পাঠশালাতে
আমাকে কি শোভা পায়।
কি যে করি, কি যে করি
ভেবে আমি পাইনা কূল,
কেমন করে শিখব বানান
কোনটা শুদ্ধ কোনটা ভুল।
১৭/১০/২০১৭