ঘুরতে গেলাম বই মেলায়
ভাবছি মনে,মজা হবে ভাই,
এ-কেমন মেলারে ভাই,
আমার জানা নাই।
ওখানে নাকি কবিতা আর
কবির মিছিল হয়,
মঞ্চ তবু কেমন করে
খালি পরে রয়?
আমি তো ভাই মানুষ দেখি
জোড়ায় জোড়ায় হাঁটে,
কবিতার নাকি উৎসব হলো
কবির দেখা নাই মাঠে।
মানুষের মেলা দেখেই শেষে
ফিরে এলাম ভাই,
এ-কেমন মেলারে ভাই
আমার জানা নাই।
(মেয়ে) বলল ডেকে আমায়
কেমন হলো উৎসব?
উত্তরেতে বলব কি আর
ধুর, মাথা ব্যথা যতসব।
(মেয়ে) তখনি চমকে বলে,
আহা সেকি,
তাইতো আমি চলে এলাম
ব্যথা এখন কোথায় গেলো বলতো দেখি।
মনে মনে রাগের ঘোরেই
বলছি একা নিজে,
সময়টাই বৃথা গেলো
লাগোলো না কোনো কাজে।
১৮/২/২০১৮ সময় রাত ১:৫০