নিজেকেই কেমন চিনতে পারছি না,
ভাবছি আমি কি হিংসুটে?
তোর জয়েই তো বিজয়া হতাম,
আজ কেন চোখে জল ছোটে?
একদিন তো এটাও ভেবেছি
তুই আর আমি এক আত্মা,
আজ কেন তবে ভিনদেশী তুই
দু'জনার মাঝেই মৌনতা।
তোঁরই বেদনে কেঁদেছি কত
নিয়েছি বুকে জড়িয়ে,
নানান কথায় মুখোরিত হতাম
সময় যেতো পেরিয়ে।
আজও কি তুই তেমনি আছিস
বদলে গেলাম কি আমি?
নাকি আমাদের মাঝে অভিমানী দেয়াল
ভালোবাসার চেয়ে দামি?
জানিনা কেন এমন হয়
তোকে দেখলেই দু'চোখে জল ভেসে রয়,
তবে কি আমি হিংসায় মরি?
নাকি এখনো আমি তোর প্রেম ভিখারি।
২৩/৬/২০৮ সময় রাত ৮:০৬