তোমার অবহেলার শহরে আমি পথিক হবো,
নির্লজ্জভাবে ঘুরে বেড়াবো সে শহরের প্রতিটি কোণায় কোণায়, ভুলে যাবো আমার আমিকে।
এলোমেলো হবে আমার কথার ধরণ,
অগোছালো থাকবে পরিপাটি চুলের ভাঁজ।
তোমার সামনে দিয়েই হেঁটে যাবো, তবু চিনবোনা তোমাকে, তোমাকেই হঠাৎ প্রশ্ন করবো,
অস্পষ্ট শব্দে বলে যাবো, তুমি কি আমার কবিতাকে চেনো?
তুমি বিব্রত হয়ে তাড়িয়ে দিবে আমাকে, তুমি তো সভ্যসমাজের মানুষ, একজন পাগলীর সাথে কথাবলা এটা তো সভ্যসমাজে বেমানান।
তবে নিজের বেখেয়ালি মনকে না মানাতে পেড়ে কাছে ডেকে নিবে আমাকে, তোমার মনে একটা প্রশ্ন তাড়া করবে, খুব জানতে ইচ্ছে হবে তোমার।
তারপর একদিন তুমি এই পাগলীর কাছে এসে বলবে, এ শহরে কেন থাকো?
সেদিনও অস্পষ্ট কণ্ঠে বলবো " ভালোবাসি "
০৫/৯/২০১৮ সময় ৩:৪২