কবিতা কেবলি বিরহ নয়,
এলোমেলো ভাবনায়ও ছন্দ হয়।
যদিও লিখে যাই এই অবেলায়,
ভাবনার অন্ত মিল নাই যেথায়,
তাঁরেও, আজ লোকে কবিতা বলে,
আমি সদা বেহিসাবি, হারাই অতলে।
বিরহ যন্ত্রণা কি ভুলে গেছি আজ
কি লিখিব ভেবে যাই আনমনে সাতপাঁচ।
শব্দগুলো মাথায় অবিরাম ঘুরপাক খায়,
জানিনা কি ভাষায়, কি কথা লিখিতে চায়।
মনের কাছে প্রশ্ন করা,
এ কেমন ভাবনা বড়ই যন্ত্রণায় ভরা।
মাঝেমাঝে মনে হয়, কেনো আমি এমন;
কেন অন্যদের মত নয়।
বড় বেশী জটিল জীবন,ভুলে গেছি সব,
বিলাসিতা নিয়ে ভুলে গেছি, কে আমার রব।
প্রেম, ভালোবাসা, সে তো আসে জীবনের
অধ্যায় হয়ে,
সে কেন থাকেনা জীবনের,
পুরোটায় রয়ে।
আমি আজ দিশেহারা, কিছুই পাইনা খুঁজে
হিসাবে গরমিল জীবনের খাতাটা,
দেখি চোখ বুজে।
১/১২/২০১৭ সময় সন্ধ্যা ০৫ :৫৫