তোমার, আমার মাঝে শুধু এতটুকুই ব্যবধান,
তোমার জীবন অতি বাস্তবতায় ঘেরা,
আমার কল্পনীয় মন।
আমার সবটা তোমাকে ঘিরেই, আর তোমার কিঞ্চিৎ আমার নাই।
তোমার ভুবনে জনতার ভীরে আমি,
আমার পৃথিবীতে শুধুই তুমি।
তুমি লোকালয়ের মাঝে সুখ খুঁজে পাও,
আমি তোমার মাঝে সুখের চাষাবাদ করে যাই।
১৭/২/২০১৮ সময় রাত ২:২৩