মরতে হলে মরবো আমি
বাংলা মায়ের বুকে,
বীরের মত মরব আমি
মরবো না ধুঁকে ধুঁকে।
ছালাম, রফিক, জব্বারেরা
দিয়ে গেছে প্রাণ,
গড়ে গেছে বাংলা আমার
রেখেছে মায়ের মান।
আমিও হবো তাদের মত
করবো না নত শীর,
গড়ে যাব এক নতুন বাংলা
আমি বাংলার বীর।
২/৮/২০১৮ সময় ৮:৩৮