বাংলা আমার ভালোবাসা
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার স্বাধীনতা
বাংলা আমার গান।
বাংলা আমার মায়ের হাসি
বাংলা আমার গর্ব,
বাংলার বুকে জন্মে মাগো
পেয়েছি এক স্বর্গ।
ছিনিয়ে এনে বিজয় যারা
দিয়ে গেল নিজের প্রাণ,
তাদের স্মরণে অবনত শিরে
সহস্র সম্মান।
২১/২/২০১৮ সময় রাত ৩:০৪