চঞ্চল এক কিশোরী মেয়ে
নাম ছিলো তার মালা,
সাড়া পাড়া মাতিয়ে তুলে
করতো সে যে খেলা।

বারো থেকে ষোলো যখন
তখনো কিশোরী যে,
একদিন এক ঘটক বাবুর
নজরে পড়লো সে।

বাড়ি এসে ঘটক মশাই
মা'কে দিলো তাড়া,
মেয়েটি তোমার বড় হলো
কর বাড়ি ছাড়া।

মা বলল ঘটক মশাই
ছোট এখনো মেয়ে,
সম্পর্কের মানে বুঝবেনা
শশুর বাড়ি যেয়ে।

ঘটক মশাই বলল শেষে
পাত্র আছে ভালো,
মেয়ে তোমার সুখি হবে
থাকবে অনেক ভালো।

মা বলল না-না মশাই
আরো পরে, বছর দু'এক যাক,
মেয়ে আমার আর কিছুদিন
শান্তি সুখে থাক।

১২/৭/২০১৮