তুমি! হঠাৎ এখানে? ভুল করে নয়ত?
কেমন আছো? জানতে চেয়োনা আমি, কেমন আছি, আমার চোখের দিকে তাকাও,
দ্যাখো তো বুঝতে পারো কিনা?
বলতো আমি কেমন আছি?
চোখের নিচে কালো দাগ দেখতে পাচ্ছ কি?
কি হলো? কি ভাবছ? না-না ও কিছু নয়,
আসলে রাতে ঠিক মতো ঘুমাই না তো, হয়ত তাই।আমায় নিয়ে ভেবোনা আমি বেশ আছি, ভালো আছি আমি।
আহা! আমার কথা ছাড়ো, তুমি কেমন আছো বল। অনেক দিন কথা হয়না, আজ তো সারপ্রাইজ করে দিলে আমায়,
একেবারে বাড়ি চলে এলে।
দেখত আমি একাই শুধু বকবক করছি, জানতো খুব বেশি খুশি হলে আমার না কিছুই ঠিক থাকে না, আজ কতদিন পরে তুমি এসেছ, মনে পরে কি তোমার?
এসো, এসো বসই না আমার চোখের সামনে, দু'চোখ ভরে তোমায় একটু দেখি। কতদিন দেখিনি তোমায়, অন্তত এতটুকু তো দিতেই পারো, আর কিছু তো চাইনি।
কি হলো রাগ করলে কি?
না-না মুখ ঘুরিয়ে রেখো না, শোনো একটু পরেই ভোর হয়ে যাবে, তোমাকেও ফিরে যেতে হবে। যাবার বেলা শুধু একটা কথাই মনে রেখো।
ভালো থেকো।
২১/৩/২০১৮ সময় রাত ২:১৫