জানতে ইচ্ছে করছিল খুব
কেমন ছিলে তুমি?
কেমন করে পার করছ
শরতের মৌসুমি?
আড়ালে রেখেছ, থেকেছ চুপ
হয়ত কেঁদেছ একা,
একবারো কী ভেবেছ,মায়ামমতা
যায় কী চোখে দেখা?
নীরবেই খোঁজে হয়ত কেউ
রেখেছ কী তার খোঁজ?
একবারো ভাবনি তাঁর কথা তুমি
সেও তো কাঁদে রোজ।
নিজেরে লুকায়ে ভেবেছ তুমি
খুঁজবে আর কে?
তুমি জানোনা ভালোবাসে তোমায়
খুঁজেছে হয়ত সে।
২/১০/২০১৮ সময় সন্ধ্যা ৬:৪৫