চাইনা কারো কবিতা হতে,
চাইনা হতে জল,
প্রেম ভালোবাসায় সুখ থাকেনা,
থাকে শুধুই ছল।
মিথ্যে সবই আবেগগুলো
ভাঙ্গে শুধুই মন,
কেন তবে ভালোবাসার
এত আয়োজন?
দেখেছি আমি, মন ভাঙ্গতে,
ভাঙ্গতে দেখেছি ঘর।
অবহেলায় দেখেছি আমি,
আপন হতে পর।
২২/৩/২০১৮ সময় রাত ১০:৪৫