আজ তোমার মন খারাপ
বাতাসে পেয়েছি সেই খবর
নীরবতা তোমার স্তব্ধ আকাশ
থমকে গেছে সময়।
ভয় ছিল মনে ,
তাই প্রশ্ন করিনি
ভাবছি আবার কি ভাবলে তুমি
প্রয়োজনে ডেকে যাওয়া
কোন স্বার্থপর আপন নয়তো আমায়?
আজ
আমারও আকাশ মেঘলা ছিল,
বৃষ্টিও ঝরেছিল নয়নে,
কত আর দেবো কত আর নেবে,
আর কি ভাবে বোঝাবে,
এখন আমাকে একাই চলতে হবে।
সবাই তো বোঝায়
তোমার মত তো নয়,
তুমি তো তুমি,
তুলনা বিহীন,
বোঝানোর ক্ষমতা ভিন্ন।
কখনো শাসন, কখনো ভালোবেসে
তুমিই অনন্য।
তাইতো বারে বার খুঁজে ফেরা
তোমাকে।
তোমাকে ভেবেছি বুঝতে চেয়েছি
বুঝতে আমি অপারগ,
কেন যেন মনে হয়
কষ্ট সীমাহীন ,
ধারন কর তোমার আকাশে।
আমিও নেব কষ্টের ভাগ
যদি আমার'ই মত আপন ভাবো
বলে যেও নিজের মনের কথা
কষ্ট কেবল বাড়িয়ে'ই দেয়
আমাদের নীরবতা।