আমরা দু'জন
কোলাহল মুক্ত শহর,
নেই কোনো সাঁইসাঁই করে
ছুটে চলা গাড়ীর শব্দ।
নেই যান্ত্রিক নগরীর
বিষাক্ত কোনো ধোঁয়া,
চারিদিক নীরব,
একেবারে শুনশান।
এমন একটা সন্ধ্যা
শুধু তোমারি নামে,
লিখে দিলাম প্রিয়।
তুমি শুধু এতটুকু বোলো
আমি আছি।।
৫/১২/২০১৭ সময় সন্ধ্যা ৭:৪০