নিঃস্বার্থভাবে কাউকে
ভালবেসেছ কখনো?
কখনো কি দেখেছ চাঁদকে
কোনো কিছু পাওয়ার আশায় বিভোর হতে?
ফুলের কথা ভেবে দেখো
সে কি পেয়েছে? পৃথিবীতে।
একবার অরণ্যের কথা ভেবেই দেখোনা,
কত সুন্দর,
সবুজে সবুজে সাজিয়েছে নিজেকে।
কি দিয়েছ তুমি?
কি অদ্ভুত তুমি, তোমার চাহিদার শেষ নেই।
একবার নিঃস্বার্থভাবে ভালবেসেই দেখনা
কত সুখ ভালবাসার মাঝে।
নিতে নয় দিতে শিখ,
দেখো কত সুখ আছে
পৃথিবী মাঝে।♥♥
২৪/১২/২০১৭ সময় রাত ১০:৩৩