রাতের নীরবতা ভেঙ্গে
কোথা হতে একটা শব্দ আসছে
আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছি।
এই বুঝি, এলো হায়েনার দল
এই বুঝি, দরজার পড়ল ওদের হামলা।
আমার ভয় আরো দিগুণ হয়
হৃৎপিণ্ড যেমন দ্রুত গতিতে চলছে।
সমস্ত শরীর ঘামছে,
অসহ্য যন্ত্রণা, পালাবার পথ নেই।
এখন অনেক রাত,
বাইরে ঘুটঘুটে অন্ধকার,
আরও আছে একদল পশু।
একবার যদি ভুল করেও ওদের চোখে পড়ি
শেয়াল, কুকুরের মতোই ছিঁড়ে খাবে
আমার দেহটাকে।
কি হিংস্র জানোয়ার হতে পারে মানুষ।
কেন মানুষ হয়ে বাঁচার অধিকার নেই আমার।
কেন ওদের লোলুপদৃষ্টি আমার দিকে।
আমি নারী এটাই কি আমার অপরাধ?
কেন আমার বাইরে বেরোতে মানা,
কেন অদৃশ্য শিকল শুধু আমার বেলায়?
আমাকে আলো দেখতে দাও,
আমি আকাশ দেখতে চাই।
তোমরা কেন ভুলে যাও, আমিও
তোমাদেরই মতো, মানুষ।