আমি চাই,
তোমার করা শাসন।
আমি চাই,
তোমার বার বার আমাকে খুঁজে যাওয়া।
আমি চাই,
আমাকে তোমার ভাবনায় রাখা।
আমি চাই,
আমার ভুলের হাজার টা কইফত চাওয়া।
আমি চাই,
তোমার একাকীত্বের সঙ্গী হতে।
আমি চাই,
তোমার সন্দেহের ভাঁজে ভাঁজে
আমার নাম থাক।
আমি চাই,
তোমার কটু বাক্যে আমার
হৃদয় জুড়িয়ে যাক।
আমি চাই,
আমার ভুবন জুরে তোমার বসবাস।
আমি চাই,
তোমাকে ঘিরেই হোক
আমার সর্বনাশ।
আমি চাই,
তোমার প্রেমে কলঙ্কী হতে।
আমি চাই,
তোমার হৃদয়ের মাঝে মিশে যেতে।
১৪/২/২০১৮ সময় রাত ৩:৩৭