বন্ধ ঘরে যখন শ্বাসরুদ্ধ অবস্থায় পড়ে থেকেছি, নিজের দেহটাই ছিল নিজের শত্রু, তখন মৃত্যুকে কামনা করেছি প্রতিমুহূর্ত।
বাঁচার কোনো ইচ্ছাই ছিলনা তখন, যখন নরপিচাশগুলো খুবলে, রক্তাক্ত করেছে আমার দেহটাকে।
শুধুমাত্র দেহ ভোগের জন্যই বাঁচিয়ে রেখেছিল আমাদের,অনেকগুলো মেয়েমানুষ একসাথে কারো চোখেই ছিলনা কোনো স্বপ্ন।
দিনরাত কেটেছে হিসাব ছাড়াই, কখন ভোর কখন সন্ধ্যা কিছুই দেখিনি। বেঁচেছি শুধুই মৃত্যুরূপ দেখবো বলে।
হঠাৎ একদিন স্বপ্নঘোর কেটে বিজয়ের পতাকা হাতে মুক্তির বারতা নিয়ে, মুক্তকণ্ঠ চেঁচিয়ে বলে গেল,আমরা স্বাধীন।
মৃত্যুক্ষুধা যেন বাঁচার ইচ্ছেটা তীব্র থেকে তীব্রতর করে দিল। কিন্ত না, এ ইচ্ছে ক্ষণিকের ছিল, সমাজের জিজ্ঞাসু দৃষ্টি আমাকে জানিয়ে দিল, আমি একজন বীরাঙ্গনা।
১৬/১২/২০১৭ সময় বিকাল ৪:৩০