কী অপরাধে মারছ আমায়
করছ বুকে গুলি,
কিসের নেশায় মত্ত তুমি
খেলছ মরণ হোলি।
ন্যায্য অধিকার সবার চাওয়া
আমাদেরও আছে তাই,
অধিকার দাবীতে রাজপথে নেমেছি
তাইতো গুলি খাই।
তোমরা তো আমাদের আপন ভ্রাতা
তবুও মোদের মারো,
কেমন তোমরা দেশপ্রেমিক
ভাইকে গুলি কর?
করবে গুলি? আরো কর,
ভয় কি আর পাই?
মুজিব শিক্ষায় শিক্ষিত আমরা
ভয়ের চিহ্ন নাই।
চালাও গুলি, মারো আমায়
হাত যেন না কাঁপে,
এমন জীবন চাইনা আমি
দিলাম তোমাদের সপে।
আবার আমি জন্ম নেবো
বাংলা মায়ের ঘরে,
ধরবো আবার জীবন বাজী
বাংলা মায়ের তরে।
৫/৮/২০১৮ সময় সকাল ৬:৪৫