আমি বাহির নয়
তোমার ভিতর দেখিতে চাই,
অন্তর চক্ষুদিয়ে তোমার
অন্তর দেখিতে পাই।
ওহে রূপসী
কিসের অতো অহংকার তোমার,
শুনিতে পাওনা কেন অন্তরের ডাক।
তুমি তো বধির নও,
তবে কেন মিছেই নিজেরে লুকাও।
ভাবছ সস্তায় পেয়ে গেছো
তাই বুঝি শূন্য হাতে আমায় ফেরাও।
ওহে সুন্দরি ললনা করে যাও ছলনা
ভাবছ বুঝি না আমি?
আমার কথা ছেড়ে দিয়ে
নিজেকে নিয়ে ভাবো এবার।
কি হারালে তুমি?
ভালোবাসার দোহাই দিয়ে
ঠকিয়েছো বহুবার,
আজ আমি ফিরে গেছি
শুনবো না কিছু আর।
আজ আমি ভালো আছি
আপন মনের সিমান্তে,
কি পেয়েছ কি হারিয়েছো
হিসাব মিলাবে তার,
একদিন তুমিও কাঁদবে
আমারি অজান্তে।