আমি আছি
____ ডলি পারভীন
যে ফুল ফুটেই ঝরে পরে
সে ফুলের মালা কি,আর গলে শোভা পায়,
আমিও ঠিক তেমনি ফুল,
ঝরে পরার আগেই যেন আমার মৃত্যু হয়,হায়।
বাগানের সব ফুল তো আর সুবাস ছড়ায় না,
কিছু ফুল কেবলি রূপের গুনে থাকে,
আমি না হয় তোমাদের মাঝেই রবো আমৃত্যু,রাগে অনুরাগে।
তবুও ফোটে ফুল,নেই কোনো ক্লান্তি,
নিজের রূপেই মুগ্ধ করে,
জুড়িয়ে দেয় মন,
আমি,মানুষ বড় বেশী স্বার্থপর
নিজ প্রয়োজনে খুঁজি
কে আছো, আমার আপনজন।
কেনো আমি নই, ফুলের মতন
কেনো নেই মনে উদারতা,
এই জনমে নয়,পরজনমে বিধি,
আমায় ফুল করে দিও, না হয়।
করে দিও আকাশ,
নাম ঘোচাতে চাই আমি, মানুষ,ভুলে যেতে চাই মানুষের তরে মানুষের স্বার্থপরতা।
আমিও জানান দিতে চাই নিঃস্বার্থভাবে
বাগানে ফুটে উঠা ওই ফুলের মত,
অথবা আকাশ হয়ে, আমি আছি,ছরায়ে সুবাস।
১৭/১১/২০১৭ সময় ৯:৫৮