রক্ত দিয়ে যারা করছে স্বাধীন
প্রাণের জন্মভূমি,
তাদের তরে বিনম্র শ্রদ্ধাঞ্জলি
রেখে যাই মাগো আমি।
ফুলে ফুলে মুখরিত হবে
লক্ষ লক্ষ প্রাণ,
সুবাস পাবে রক্তে ঝড়ানো
বাংলার বীরশ্রেষ্ঠ সন্তান।
শিরায় শিরায় ডেকে যাবে
বিদ্রোহী সেই ডাক,
বারুদ দেহের আগুন দেখে
পালিয়ে যাবে পাক।
আজীবন মননে থাকবে মাগো
স্মরণীয় হয়ে তাঁরা,
জীবন দিয়ে বাংলায় স্বাধীনতা
ছিনিয়ে এনেছিল যারা।
সূর্যের মত আলো ছড়াবে
সবুজে ঘেরা এই বাংলায়,
তাদের নাম থাকবে অমর হয়ে
লাল সবুজের পতাকায়।
বিজয়ের কড়া নেড়ে উঠবে
হৃদয় কাপানো সেই সুরে,
আমাদের প্রিয় জাতীয় সঙ্গীত
থাকবে সকলের হৃদয় জুরে।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি,
আবার যদি হয়গো জনম
যেন তোমাতেই ফিরে আসি।
১৮/১২/২০১৮ সময় দুপুর ২:৪৪