আমার আছে,আমার আমি,
আমার কাছে কাব্য দামী,
যাখুশি লিখি আপন মনে
যাকিছু থাকে মনের কোণে।
যে যাই ভাবুক পরোয়া করিনা
কারো কথার ধার ধারিনা,
আমি সেই, আমার মতই
মন্দ বলুক লোকে যতই।
পাখনা মেলি নীল আকাশে
কখনোবা সবুজ ঘাসে,
ইচ্ছে ঘুড়ি উড়াই বেশ,
ঘুরি আবার স্বপ্নের দেশ।
২৬/৭/২০১৮ সময় ১:১২