আমাদের বাবুই টা
মিষ্টি মুখের নতুন বুলি ফুটেছে তার মুখে,
কথাগুলো মিষ্টি লাগে,ছোট্ট দুটি ঠোঁটে।
কি মধুর সুরে ডাকে আমায়,,, মা
নতুন কিছু ভাষা নতুন করে শেখা
এ যে আমায় নতুন করে প্রাণের আনন্দ,
ছড়িয়ে দেয় প্রাণে।
ভাইকে সোনা "ধাই" বলেছে
বোনকে ডাকে "মঅন"
মামা ডাকে আদর সুরে, ওগেদু
উল্টে সে মামাকেই ডাকে "বাবু"
শাশুড়ির মানে বোঝেনা সে তবুও ডাকে "ছাছুই"
লামিয়া হয়ে গেল "নাইয়া" যে তার
মোহনা হল "মোনা"
খানাপিনা অপছন্দ, যুদ্ধ করেই খাওয়া,
খাবার যতই দেখুক না সে, নাইত কোনো চাওয়া।
সবাই যখন খেতে বসে একটা প্লেট তারও চাই
গরমভাতে হাত দিয়ে সে "ববম"
বলেই রেহাই পায়।
ভাত খাবেনা ধরে তবুও বায়না
একটুখানি "বুবম" "দেএএন।
দুষ্টুমিতে পটু সোনা, রাগলে আবার ধমক দেয়
"এইইইই ভাপ"
মা যখনি নীরব থাকে সোনা মা'কে "আদল" দেয়।
সোনার কথা বলব কি আর, বলে হবেনা শেষ
কাঁদলে সোনা ব্যথা লাগে, হাসলে লাগে বেশ।
২৪/১১/২০১৭ সময় রাত ৯:৫০