আধো আলো আধো আঁধার, আকাশে বিজলির চমক, হঠাৎ বৃষ্টির পরশ, একাকীত্ব ছুঁয়ে যায় আমায়, ভাবনার আকাশে অজস্র কথার মালা মনে মগজে ভিড় করে রাখে, তবু, কিছুই বলা হয়না।
আজকের রাতটা কেন জানি মনে হয় একটু অন্যরকম, কেমন অচেনা লাগে রাতের প্রকৃতি, সব থেকেও কিচ্ছু নেই। আমি খুঁজে ফিরি আমার আমাকেই, চির চেনা সেই মুখ তবুও অচেনা।
ডায়রির পাতা শূন্য লিখার ছিল অনেক কিছু, কলম চলছেনা আজ, বুকের মাঝে তোলপাড় ঢেউ খেলে যায়, কোনো কথা বলা হলো না, কোনো কথা লিখা হলো না।
নীরবের দু'চোখের পাতা ভিজে যায়, কেন এমন হয়, কেন নেই কোনো পূর্ণতা।
কেন বিরহ যন্ত্রণা রাতের গভিরতা ছুঁয়ে আমাকে পোড়ায়? নেশায় মাতাল হতে ইচ্ছে করছে খুব, ঘুম চাই ঘুম, দু'চোখ জুরে আমায় একটু ঘুম দাও, অনেক রাত আমি ঘুমাই না, তবু কোনো ক্ষোভ নেই কারও প্রতি নেই কোনো আক্ষেপ।
বেশ কাটে রাত্রিগুলো নিশাচর রাতজাগা পাখির মতো, তবে আজ কেন এমন শূন্য শূন্য লাগে? কেন সকল অপ্রাপ্তি আমাকে ঘিরে? আজ খুব ক্লান্ত লাগছে, আজ খুব ঘুমাতে ইচ্ছে করছে, ও রাত আজ তুমি অভিমান করনা।
আজ আমি ঘুমাতে চাই এক শান্তির ঘুম ঘুমাতে চাই, তোমার গহীনে আজ আমাকে জড়িয়ে নাও,
আমি মুক্তি চাই মুক্তি, আমায় মুক্তি দাও।
১৮/৪/২০১৮ সময় রাত ১:১৩