প্রতিদিন সকালে নিজের সাথেই ল একটা ওয়াদা করি, আজ থেকে নিয়মিত সব কাজ করে নেবো, রাত দশটা বাজলেই ঘুমিয়ে যাবো, কিন্তু তা আর হয় কই।
রাত যত গভীর হয়,
চারিদিক কোলাহল মুক্ত হয় ঠিকই, কিন্তু মনের ভেতর যে ঝড়ের তাণ্ডব শুরু হয় সে ঝড়ের দাপটেই পালিয়ে যায় নিদ্রা রানী।
আবার শুরু হয় সেই অসহ্য যন্ত্রণাময় স্মৃতিচারণ। হিংস্র পশুর ন্যায় খুবলে খায় কিছু ভয়ানক স্মৃতি, রক্তাক্ত করে দেয় আমার ভেতরবাড়ি।
ঘড়ির কাটার শব্দটা মনে হয় স্কুল বেলের ঘন্টা,
মাঝে মাঝে কুকুরের পাগলা চেঁচানি শুনতে পাই, বুকের ভিতরটা কেমন হু হু করে উঠে,
সবকিছু থেকেও কেমন
শূন্যতায় ঘিরে রেখেছে চারিদিক।
জীবন যেন বিষাদময়, এমন তো কখনওই চাইনি, তবে আজ কেন মরুভূমির বুকে বসত করতে হচ্ছে আমায়?
কোথায় হারিয়ে গেছে সেই সাজানো বাগান।
ভাবতে থাকি আমাদের নিয়ে, কোথায় তুমি আর কোথায় আমি, ভাবনার ইন্দ্রলোক ভেদ করেই গড়িয়ে পরে দু'ফোটা জল। আমি ডুবে যাই সে জলের মাঝে।
ঘুম বিহীন রক্তাক্ত চোখ দিয়ে দেখি আর একটি সকাল, আবার নিজেকে বলি না আজ আর নয়।
আজ থেকেই গুছিয়ে নেবো, জীবনের নতুন অধ্যায়।
২০/৩/২০১৮ সময় রাত ৩:২২