আয় সখি গলা ধরি
মিষ্টি কিছু গল্প করি..
আয় সখি গান গাই
সব ব্যাথা ভুলে যাই..!!
আয় সখি বাগানে
চল যাই দুজনে..
আয় সখি ফুল তুলি
আপনারে যাই ভুলি..!!
আয় সখি তুই আমি
নদীর জলে একটু নামি..
চল সখি সাঁতার দেই
তুই আমি দুজনেই..!!
বল সখি খুলে বল
তোর চোখে কেন জল..
আমি তোঁর পর নই
তোঁর মাঝে আমি রই..!!
চোখে জল ঠোটে হাসি
ভেসে ওঠে কজনে
তুঁই আমি, আমি তুঁই
ব্যাথা বুঝি দুজনের..!!
দেখ সখি ঐ দেখ
জোনাক জ্বলে দেয় আলো..
তবে সখি ভেবে দেখ
তুঁই আমি আছি ভাল..!!
আয় সখি আয় কাছে
কিছু কথা আরও আছে..
যা সখি ভুলে যা
কি হয়েছে আগে পাছে..!!
চল সখি দূরে যাই
যেখানে সিমানা নাই..
চল হারাই দুজনে
অন্য কোন ভুবনে..!!