যা দিয়েছি তোমায়
তাতে তুমি সন্তুষ্ট নও,
এলোমেলো কথা বলো
অবাক চেয়ে রও।
এ কেমন চাওয়া তোমার
আবেগ বসে চাও,
বেখেয়ালি মাতাল তুমি
সবই ভুলে যাও।
আমার যা আছে দেবার
কম তো রাখিনি,
তবুও কেন ও নামে ডাকো
ওগো পাষাণী ।
হিসাবের খাতা মিলিয়ে দ্যাখো
ভুল টা ছিল কার,
কিসের ভুল কিসের ক্ষমা
চাইছো বারে বার।
একটু না-হয় ভুল হয়েছে
কি হয়েছে তাতে,
তাই বলে কি করবে না ক্ষমা
আসবে না এই রাতে।
পথের পানে পথের দিশায়
আমি চেয়ে রই,
কোথায় রইলা প্রাণ স্বজনী
কোথায় আমার সই।
৮/৭/২০১৭ সময় ১১:৫০