আজকাল তোর কি হয়েছে?
লুকিয়ে থাকিস কেন?
খুঁজে খুঁজে অধীর আমি
অর্ধ পাগল যেন।
বলবি কি তুই, খুলে আমায়,
কেন থাকিস চুপ?
কেন এমন পালিয়ে বেড়াস,
মারিস শুধুই ডুব।
এথায় হেথায় খুঁজে ফিরি
পাইনা তোর দেখা,
বুঝিস না তুই,
তুই ছাড়া যে আমি বড়ই একা।
আঁধার ঘরে আলো রে তুই,
তবুও থাকিস দূরে,
ভাবিসনি তুই অন্ধকারে
থাকবো কেমন করে।
আলোর প্রদীপ নিয়ে আবার
খুঁজবি আমায় তুই,
হয়ত সেদিন শুনতে পাবি
আমি আর নেই।
১১/৪/২০১৮ সময় সন্ধ্যা