আমি ঠিক আগের জায়গাতে আছি,
যেখানে তোমার, আমার বিচ্ছেদের রচনা হয়েছিল, ঠিক সেখানেই আছি।
যদি তোমার আমাকে মনে পড়ে,
যদি আবার ফিরে এসে খোঁজো আমাকে,
তাই এখনো আমি সেই পথেই প্রহর গুনছি তোমার ফেরার।
তুমি অবসর পেলে এসো।
আর শোনো একমুঠো রোদ্দুর এনো,
জানতো অনেকদিন এপথে রোদ্দুর আসেনা,
বৃষ্টি বিলাসী হয়ে গেছে এপথের পথিক।
আর একটা কথা, সে বারের বেলী ফুলের মালাটা শুখিয়ে গেছে,
সেখানে তোমার ছোঁয়া, গন্ধ পাইনা আর।
যদি পারো এবার একটা বকুলের মালা এনো আবার যখন তুমি ফিরে যাবে তোমার পথে,
আমি সেই বকুলের মাঝেই খুঁজে নেবো তোমাকে, বলা তো যায়না কখন আবার ব্যস্ততার সিঁড়িবেয়ে হারিয়ে যাও দূর বহুদূরে।
২৮/১০/২০১৮ সময় রাত ১০:২৬