আমার হৃদয়ে বিষাদ, বুকেতে কফ
ধুঁকেধুঁকে রোজ মরছি।
হালচাষ হয়না ছাগলের দ্বারা তাই
বলদ হওয়ার পথ খুঁজছি।
কে জানে কখন কি অঘটন ঘটে যায় এই জীবনে,
বাঁচিবার তাড়নায় অসুখের মন্ত্র চুপিচুপি তাই আমি জপছি।
দুটো পয়সা যেন হয় সঞ্চয়, দুটো টাকা করা যায় দেড়ি
তাই খরচের নোটবুকে ফুটো পয়সার অঙ্কোও কষছি।
জুটবে যখনই যা হাত পেতে নিতে হবে তা
যখন যে রাস্তা আসিছে সামনে, দু'পায়ে সেখানেই হাঁটছি।
জন্মেছি যখন, মৃত্যুই সত্য— মিথ্যে এ জগৎ আমি জানি
হয় হবো মৃত্তিকা নয়তোবা দেখা যাবে দাউদাউ আগুনে জ্বলছি।
এ কথাই শেষ নয়, হতে পারে এরও মানে দুটো
মরে যাবো তাই করছিনা কিছুই কিংবা ভয়ডর শেষ করে সাহসের বীজ আমি বুনছি।
হতে পারে হেরে যাবো অথবা হারিয়ে যাবো— পুছবেনা মোরে আর কেউ
কিন্তু যদি হয় জয়, দেখে নিও, মরণের পরেও রাজার মতোন পৃথিবীটা কিভাবে চষছি!
১০ এপ্রিল, ২০২৩