পালিয়ে বেড়াচ্ছি।
খুব ভয়ানকভাবে পালিয়ে বেড়াচ্ছি।
কানের মধ্যে হরদম ঝিঁঝিঁপোকার হর্ন বেজে চলেছে,
আকাশে বাতাসে ট্রাফিকের গুঞ্জন,
ঘরের মধ্যে উচ্চস্বরে চলছে গান
ক্রমাগত বেজে চলেছে অসভ্যদের রেডিও—
আমি ফোয়ারার পানির মতো পালিয়ে বেড়াচ্ছি
এক লাফে পার হয়ে যাচ্ছি সমুদ্র।
বঙ্গোপসাগর রেখে আমি এখন আরব সাগরে
আরব সাগর থেকে যাবো এ্যাটলান্টিক
তারপর একদমে প্রশান্ত।
এতে যদি শান্তি আসে তো বাঁচা
নইতো গুড়িয়ে দেব শালা হোয়াইট হাউস,
দেশে-দেশে লেগে যাক যুদ্ধ—
আমি সাইবেরিয়ার গুহায় বসে একহাতে সামলাবো পুরো বিশ্ব।
একটু এদিক-ওদিক হলেই মহাপ্রলয় হবে হিমালয়ে
নাপাম বোমায় জ্বলবে মতিঝিল,
এক হাতে ফুঁড়ে দেব সোহরাওয়ার্দী উদ্যান
আগ্রায় ঢেলে দেবো এসিড।
তারপর আমি পালাবো,
অতি ভয়ানকভাবে পালাবো।
আমাকে খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে যাবে ইন্টারপোল
জেনেভায় জমা হবে লাল লাল ফাইল,
আমি গিলে খাবো সুইডেন
থাকবো অস্ট্রিয়ায়।
আইফেল টাওয়ার খাবো সিগারেট ভেবে
লন্ডন হয়ে যাবে কুরুক্ষেত্র,
চীনের প্রেসিডেন্ট ফোন করে কাঁদবে
আমাজন সাপ হয়ে রাশিয়াকে কাটবে
শিং তুলে নেচে যাবে আফ্রিকা,
গরু আর শূকরের চামড়ায় নাচাবো পাক আর ইন্ডিয়া।
অতএব সাদা-কালো জাতিভেদ ভুলে গিয়ে আসো
কে আছো? আমাকে ধরো— আমি পালাচ্ছি,
স্বর্গের আঙিনায় নরকের দোর রেখে পালাচ্ছি
তোমাদের হাতের নাগালের মাঝ থেকে পালাচ্ছি।
ঠিক যেন তোমাদের জীবন আর নাভির সুড়ঙ্গ ফাঁক করে
সুড়সুড় করে ঘুড়ি হয়ে ভোকাট্টা কেটে দিয়ে পালাচ্ছি।
১৩ এপ্রিল ২০২২।