শুঁকছি গন্ধ নোংরা পানির
ধুঁকছি অন্ধকারের দিকে,
চলছি শুঁয়োপোকার মতো
পিষ্ট হচ্ছি জুতোর নিচে।
প্রজাপতির ডানায় চেপে
ওড়ার আগেই জীবন শেষ,
নিরুদ্দিষ্ট ফুলকুমারি
ইট হয়েছে মাটির দেশ।
বেশ কাটাবো জীবন ভেবে
ঘষেছিলাম জাদুর বাতি,
আলাদীনের দৈত্য এসে
পাছায় কষে মারলো লাথি।
ভুল করেছি নিজেকে ভেবে
বিশেষ কোনো ঐশী দূত,
মা লক্ষ্মীর চক্ষু দ্যাখে
স্রেফ একটা হালার পুত।
দিনরাত্রি টানছি পানি
ট্যাঙ্কিটা যে ফুটো,
একপা উঠে দুইপা নামি
তেল মাখানো খুটো।
বানর হয়ে দিলাম আগুন
নিজের প্রিয় লেজে,
লঙ্কা পোড়ার আগেই রাবণ
ঢুকিয়ে দিলো জেলে।
লক্ষ টাকার স্বপ্ন দেখি
ছেঁড়া কাঁথায় শুয়ে,
কষ্ট করে আঁকলে ছবি
বৃষ্টিতে যায় ধুয়ে।
দুনিয়াটাই এমনরে ভাই
নরম হলে ঝাড়ে,
হাতি যখন পড়ে কাঁদায়
ছুঁচোও দু'ঘা মারে।
২১ মে ২০২২।