দিদি কও আর মোদি, কাজ না করলি
তোমারে কেউ দেবেন দুডো খাতি?
তালি এতো মারামারি, রাজনীতি ক্যান করো?
ওরা যারা নেতা হবি, উগির ম্যালা টাকা
রাজায় রাজায় যুদ্ধ বাঁধবি— তুমি কেন মরো?
তোমার ঘরে বৌ-বাচ্চা, গরু-বাছুর আছে
তাগেরি কি পুরোত দ্যাখে, বিধানসভা দ্যাখে?
রামের নাম মুখে নিলেই খাবার মুখে জোটে?
তালি ধম্মের কথা শুনলি কেন লাফায় লাফায় ওঠো,
শ্যাখের ব্যাটা ক'লে কিছু তোমার কি জ্যাত গ্যালো?
দিদির পাছায় লাগুক ওরা, তোমার তাতে কি
দিদি তোমায় ভাত দেয়নি, মোদিও দেবেনি।
এসব রকম ছাড়ি দিয়ে কাজ-কম্মে লাগো
ছাওয়াল-পাওয়াল নষ্ট না হয় সেদিকে চোখ রাখো।
নেতার পাছে ঘুরলি তোমার লাভ হবেনা কোনো
তাগোর কপাল কোটিপতির, তোমার কপাল ফুটো
সময় থাকতে, বুঝলে বাপু, নিজের রাস্তা মাপো।
১০.০৩.২০২১