একটি চাকরির জন্য বাজারে যেভাবে ঘুরছি
দেখে মন হয় একটি কাক
ঠুকরে ঠুকরে খায় আমাকে
কোনো অজ্ঞাতনামা মানুষের মৃতদেহ ভেবে।
এপ্লাই ফি দিতে দিতে
পকেটে টাকা নেই একটিও
কোনো শ্লেষ নেই,
জীবনের আক্রোশ শেষ হয়ে গেছে
হাঁটতে হাঁটতে ক্ষয়ে গেছে পায়ের তলার জুতো।
আকাশের দিকে তাকালে দেখি শুধু কালো মেঘ
সোজা দৃষ্টি দিলেই হতাশার নীল ধোঁয়া
মাটির দিকে তাকাতে তাকাতে ঘাড় হয়ে গেছে ব্যথা।
কোনো স্বপ্ন নেই আর,
যতোটুকু ভালবাসা ছিলো বুকে
আগুন হয়ে উড়ে গেছে পাথর ঘষে ঘষে;
কারো চোখে চোখ মিলিয়ে
কথা বলবার শক্তিটুকু নেই আর,
যদি কিছু থেকে থাকে বাকি
তা বিষাদ, হতাশার একেকটি রাত
আর ভাইরাসে খোকলা করে দেয়া ফুসফুস।
শেষ নিঃশ্বাসটুকু ছাড়া
আর কিছুই নেই আমার।


১৬ জুন ২০২১।