লন্ডন, সিঙ্গাপুর
তার চেয়ে বড় কিছু ঢাকা,
শুনে বলে কানপুর
তুই হলি শালা।
ফাঁস করে প্রশ্নটা
লাগিয়ে বাওয়াল,
বিদেশে পড়াস তোরা
ছাওয়াল-পাওয়াল।
ক্ষমতায় বসে দেখে
মেডিকেলে ডেথ,
কিছুনা হতেই ছোটে
এলিজাবেথ!
ঘুষের টাকার বাড়ি
বেগম পাড়ায়,
মুখে তবু আছে দাড়ি
হজ্বে মক্কায়।
৮ জুলাই ২০২১।