কর্মহীন জীবনের অশরীরী তলে পড়ে
ধীরেধীরে ঝুকে গেছি নেশায়,
তামাক নিকোটিন গঞ্জিকা পাতা রেখে
শেষমেশ ঠাঁই হলো শিষায়।

শিরার ভেতর শুধু ধোঁয়া আরা ধোঁয়া
রক্তের বদলে ভরা কালো 'বর্জনা,
এরই মাঝে পেলাম এক রমণীর ছোঁয়া
নিউরনে নিউরনে তাঁরই কল্পনা।

দিনরাত মিলেমিশে একাকার
বিনাঘুমে হয়ে যায় ভোর,
ফের কবে দেখা পাবো তাঁর
ভেবে মনজুড়ে ঘোর আর ঘোর।

কেন সে যে না জানিয়ে
হৃদয়টা করে রেখে ঋণ,
দিলো এ শহর ছেড়ে
জানতে পারিনি কোনোদিন।

তারপর নেশাটেশা ছেড়ে দিয়ে
এথা-সেথা খুঁজেছি যে তাঁরে কতো,
আমি পৃথিবীতে মানুষের মতো করে
বলতে পারিনি তাঁরে ভালবাসি আজও।

২ জুন ২০২১।