সবাই আমাকে বলেছে খারাপ
ভালো বলেনি কেউ,
ঘেউঘেউ করেছি কুকুরের মতো
তবু নাড়াইনি ফেউ।

আজ যদি তাই ছেড়ে যাও তুমি
বলবোনা আমি ফুঁড়ে দেব ভূমি,
বরং দেব ফুলের মালা
থাকুক যতোই হৃদয় জ্বালা।

সময় বড্ড যাচ্ছে বাজে
আমিও তৈরি যুদ্ধ সাজে,
একাও রাজি করতে লড়াই
ভয়ে পেয়ে যদি পালাও সবাই।

জয়-পরাজয় বলবে সময়
ভাগ্য নামের বিরাট বাজি,
উপরওয়ালার কারসাজিতে
প্রস্তুত আমি হতেও পাঁজি।


২৬ ফেব্রুয়ারি ২০২২।