আপনারা বন্যা বওয়াইয়া দেন নন্দনের
আর কিছু হইলেই ডাকতে থাকেন অভি আর অভি।
ইহাতে নন্দিতাদের মুখের উপর লজ্জাবর্ণ ধরে ঠিকই
তয় আমার মতো খুচরো-খাচরা মাছের গায়ে ছাইয়ের ছোঁয়াও লাগে।
আপনাগোর এই ডলাডলি বন্ধ হইলে রাতে
আন্ধার ঘরে ঢুইকা কইয়েন কে কাহার পা চাটে।
কুত্তার লাহান লেজ গোটাইয়া বাইর তো করেন জিইভ
মাগার বুটের মাথা মাজতে গিয়া লাফায় ওঠেন ঠিক।
কোন কর্মের বাজার ভালো, কোনটায় ট্যাঁক খোলে
আপনাগোরই আচার বলে কোন গাছটা দোলে।
ফাগুন আইলে বাগুন ভালো নাকি শুঁটকি ভাত
আপনাগোরার আলাপ দেইখা বোঝন যায় সে বাত।
খ্যাদায় দিবেন—দ্যান খ্যাদায়া—ডরাই নাকি আমি
অধিক ত্যাল আর মশলাতে হয় হুক্কাহুয়া বমি।
—২১ জুন ২০২৩।