যেভাবে বইছে বাতাস তাতে ভেসে যাওয়া স্রোতে
খুবই সহজ। এভাবে
ভেড়াদের পালে যদি নাম না লেখাই তবে
আরো বহুকাল কেটে যাবে লতাপাতা খেয়ে।
কুকুরের মতো ভুগে পেটের পীড়ায়
আর কতোকাল মুখ গুঁজে র'বো আমি শুকনো ঘাসে?
তাই আমিও হয়েছি ভেড়া,
ডুব দিয়ে ভেসে গেছি স্রোতে।
এরপর যখনই হবে ভরা কটাল—
পাখিদের সাথে এক মানুষেরও লাশ পাওয়া যাবে।
১০ এপ্রিল ২০২২।