ক করবে খ কে দায়ী
খ করবে ক কে;
গ-এ ঘ-এ যুদ্ধ হলে
ছ ছাড়বে চ কে।
গণ্ডগোলে ঙ হাওয়া
কে বাঁচাবে জ কে!

ট-এ ঠ-এ ঠোকাঠুকি
ঝ কোপালো ঞ;
ড-এ ঢ-এ ঝগড়া দেখে
বিষম খেলো ণ।
ত মারলো থ কে লাথি
দ কে গেলো ধরতে ধ;
প এর সাথে ফ মিললো
ফিরলো ঘরে ন।

ম-এর সাথে মামাবাড়ি
যাবে বলে বড় ব,
ভাইকে ডেকে দিলো ঝাড়ি
সবার প্রিয় ছোট্ট ভ।

১৩.১১.২০২০,
রাজনৈতিক সন্ত্রাসের শিকার মানুষদের প্রতি উৎসর্গ।