একদা নদীর সাথে হয়েছিলো দেখা,
সে আমায় বলেছিলো বয়ে যেতে হবে
সমুদ্রের সন্ধান ছাড়া যাবেনাকো থামা;
বারবার ভাটা হবে বারবার পাল্টাবে দিক
বয়স বাড়ার সাথে বড় থেকে ছোট হবে
কাদা-পলি বুজে দেবে বিরাট শরীর—
সাগরের মোহনায় যেতে হবে তবু মোরে,
পূর্ণতা পাওয়া যায় হইলে বিলীন।

আমি সেইদিন থেকে আজও   
একটানা হেঁটে চলি
পাথরে আঘাত পেয়ে আবার উঠি,
ছুটে চলি উদ্যোমে
কম্পাসে ভুল করে দিক গুলে ফেলি—
তবু আমি পা চালাই
এদিক-ওদিক ঘুরে ফের আসি পথে;
কেননা সমুদ্র মন্থনে নেমে
ফিরে যাওয়া যায়না অমৃত বিনে।


১৪ জানুয়ারি, ২০২৩।