হে ভগবান, তোর পায়ে
লুটাইছে পুরো বিশ্ব,
তোর ভালবাসা বিনে
সকলে যে নিঃস্ব।
ভজন গাহিছে কেহ
কেহ গাহে প্রেমের গান,
তুহি মম খ্রিস্ট, আল্লা তুহি
তুহি মম শিব সমান।
খুঁজিছি জনমভর মুই তোরে
হৃদয়েতে কাবাঘর মোর,
আর কতকাল গেলে বল
দেখা পাবো তোর!
লাগিছে আগুন আজি
এই বসুধায় হায়,
সবকিছু পুড়ে গিয়ে
পড়ে আছে শুধু ছাই।
হাত দুই জোড় করে
মাগিছে এ সন্তান,
করুণার বারিধারা
কর তুই বরদান।
ওই চাঁদে আজ যেন
ঝরে পড়ে জোছনা,
মায়েদের নোনা জল
খোদা তুই মোছনা!
কোন পাপে শিব তোর
রুপ আজি রুদ্র,
বারবার কেন খালি
প্রাণ দেবে শূদ্র?
তোর আছু দিয়ে কর
শান্ত এ ভূমি,
তোর পদতল মোরা
গোলামেরা চুমি!
৫ জুন ২০২২।