যেভাবে দিন যাচ্ছে তাতে বাঁচার অনেক কষ্ট।
খেটে খাবো না চেটে খাবো—
নিতে পারছিনা সিদ্ধান্ত;
খেটে খাওয়ার কষ্ট অনেক
চাটার ক্ষেত্রে বাঁধা বিবেক,
‘ধরেছি মাছ ছুঁইনি পানি’
এমনটা আর হচ্ছে কই!
জীবনটা তাই থেমেই আছে গোয়ালঘরে
লাথি মারছে গরুর বাছুর;
গোবর দিয়ে সার বানাবো—
সারই তো এই মাথায় নেই!

লড়াই করার সাহস বেচে
কিনেছি এক সোনার হাঁস,
ডিম দেবে তার আগের রাতে
দিয়ে ফেললাম গলায় ফাঁস।


১৮ এপ্রিল ২০২২।