মহামান্য, ক্ষমা দ্যানগা, বাইচ্যা যাবেন
নইলে তো ভাই আপনারই বদনাম,
আপনোগোরই আদমি আমি
মিইল্যা-মিইশ্যা খাই,
তারপরও কি জেলের ঘানি
একলাই টানবাম!
অহনখার লা’ন বিদেশ গিয়া
ঘুইরা আহি এট্টু,
হ্যারপর থন খুইলতে হইবো
মামলার গিট্টু।
নইলে কইলাম ধর্না দিমু
জেল গেটেতে বইয়া,
আপনার-আমার হগ্গোলের
কাজ-কম্মো থুইয়া;
তহোন তাইলে পিইছলা যাইবো
ক্ষমতার এই চাক্কা,
অস্ত্র দিইয়া না ঠেহাইলে
জনগণ দেয় ধাক্কা।
হ্যার লাইগা কইতেয়াছি
এহনই সামলান,
ক্ষমা যদি না দেন তয়
আপনেই পস্তান!
২ মে ২০২২।